সাকিব আল হাসানের যত দোষ
Social Issues

সাকিব আল হাসানের যত দোষ

May 5, 2017   |    13277


"কোটা সংস্কার আন্দোলন ২০২৪ চলাকালীন সময়ে সাকিব আল হাসানের নিরবতা এবং গ‍্যালারিতে দর্শকের সাথে বাকবিতন্ডার প্রতিবাদস্বরূপ এই ব্লগটি প্রত‍্যাখ‍ান করা হলো। ২০১৭ সালে লেখা এই ব্লগটির সাথে আমি এখন আর একমত নই। এককালের বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার এখন একজন বিবেকবিহীন রাজনৈতিকবিদে পরিণত হয়েছেন।"

———————————————————————————————————

Batman: The Dark Knight মুভিটা দেখেছেন?

 

ডার্ক নাইটকে কেউ বাহবা দেয় না। কিন্তু, Gotham শহরের সকল ক্রিমিনাল মাস্টার মাইন্ডদের সেই বধ করে।

 

ঘটনা সেখানেই শেষ হয় না। সুখের সময়ে দরকার হলে সেই ডার্ক নাইটকেই আবার তারা ভিলেনের কাঠ গড়ায় দাড় করিয়ে শাস্তি দেয়।

 

মুভির শেষে তাই বলা হয়: It’s the hero we need. Not the Hero we deserve.

 

সাকিব হলো আমাদের ডার্ক নাইট!

 

গত এক দশক ধরে সে আমাদের কাধেঁ টেনে এনেছে। ্যাটিং-বোলিং দুই কাতারেই সে বাংলাদেশের সর্বসেরা। ্যাক ্যালিস, শেস ওয়াটসনের কালেও সে নাম্বার ওয়ান অল রাউন্ডার। দেশের বাইরে প্রিমিয়ার লিগেও সে একমাত্র প্রতিনিধিত্বকারী!

 

কিন্তু, অসাধারণ বোলার কে?

মুস্তাফিজ

 

বাংলাদেশের গিলক্রিস্ট কে?

সৌম্য সরকার

 

ভায়রা পাওয়ার কে?

মুশফিক-মাহমুদুল্লাহ

 

সবই সত্যি! কিন্তু, সাকিব আল হাসান কে?

একট বেদায়ব ছেলে যার বউ বেপর্দা।

 

যার নিজের স্ত্রীর দিকে ছুড়ে দেয়া কটূক্তির জবাব দেয়ার অধিকার নেই।

 

যাকে পাপনের পা ধরতে হয়।

 

যে কসমেটিকসের ্যবসা করে।

 

মাঝে মধ্যে দুই একটা সেঞ্চুরি করে আর পাচঁ উইকেট নেয়। সেইটা ্যাপার না!

 

ওই যে, Shakib’s Dine রেস্টুরেন্ট খুলে দামী খাবার বেচেঁ! আরে ভাই, গরীব দেশে কি এত টাকায় কারো খাবার কেনার সামর্থ্য আছে?

 

সাকিব এতো টাকা কমায়, কিন্তু বউকে একটা বোরকা কিনে দিতে পারে না? ছেলেটা আসলেই উগ্র!

 

নাহ! আমাদের সমাজের মানুষের মতো তো সে Mediocrity কে পুজো করে না!

 

আরে, এটা কোন কথা হলো নাকি? আমরা তো Average জাতি। আমাদের মাথাপিছু আয় Average এর চেয়ে কম! আমাদের দেশের মানুষ খেতে পারে না। আর এই ছেলে কত্ত বড় সাহস যে সে Mediocrity ছেড়ে World Class হতে চায়?

 

দ্বিধাবিভক্ত এই জাতি অন্তত একটা বিষয়ে একমত সাকিব একটা বেয়াদব!

 

একটা প্রচন্ড অপমানজনক জোসক শুনেছিলাম একবারদোযখে বাঙালিদের আটকে রাখার খাচার উপর নাকি কোন ছাদ থাকবে না। কারণ, কেউ উপরে উঠতে চাইলে সবাই তাকে টেনে নিচে নামিয়ে ফেলবে!”

 

অপমানজনক। কিন্তু, একটু চিন্তার বিষয়ও বটে!

 

সাকিবকে আমরা কোন দিনই ধন্যবাদ দিবো না। কারণ, সে সবসময়ই তো ভালো খেলে। সবসময় তো গাছও আমাদের অক্সিজেন দেয়! তাই বলে কি গাছকে ধন্যবাদ দিতে হবে নাকি? 

সকল প্রশংসার ফুলঝুড়ি আমরা মুস্তাফিজ-মাহমুদুল্লাহ-সৌম্য-মাশরাফির জন্য জমা রাখি। তাদের জন্য সেগুলো অনেক দরকার। 

বেয়াদ্দপটা তোমার প্রশংসার ধার ধারে না 

Dear Shakib Al Hasan,

You are the Hero we need. Not the Hero we deserve. You are the Dark Knight. We are supposed to set our dogs at you and hunt you down.

 



Contact

Hi there! Please leave a message and I will try my best to reply.

© 2025 Shamir Montazid. All rights reserved.
Made with love Battery Low Interactive.