রোগ যখন জীবন বাচাঁয়
Science

রোগ যখন জীবন বাচাঁয়

May 3, 2017   |    11214


অসুখ বিসুখ আমাদের জন্য অত্যন্ত ভয়ের ্যাপার। কিন্তু, কখনো কখনো অসুখ আপনার জীবন বাচিঁয়ে পর্যন্ত দিতে পারে। এরকম একটা ঘটনা ঘটে গেছে আফ্রিকার মানুষজনের সাথে। “Anemia” নামের একটি জেনেটিক রোগ আছে যা আমাদের লোহিত রক্ত কণিকা (Red Blood Cell) এর আকৃতি নষ্ট করে দেয়। তাই, যাদের Anemia হয় তাদের রক্ত ভালোভাবে অক্সিজেন পরিবহণ করতে পারে না। মারাত্মক অবস্থায় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

 

এই Anemia আছে আবার দুই ধরণের। ্যাপারটা নির্ভর করছে আমাদের জিনের উপর। মানুষের প্রতিটি জিনের দুটি কপি থাকে। যাদের একটি কপি নষ্ট হয়ে যায় তাদের আমরা বলি Anemia এর বাহক; আর দুটি কপিই নষ্ট হলে সেই ্যক্তি পূর্ণাঙ্গ রোগী। দুই কপি নষ্ট যাদের তারা মারাত্মক শ্বাস কষ্টে ভুগে যা মৃ্যু পর্যন্ত ডেকে আনে। আর যাদের একটি কপি নষ্ট সেই বাহকরা খুব বেশি সমস্যায় ভুগে না। মূলত Anemia বাহকদের লম্বা সিড়িঁ বেয়ে উঠতে কষ্ট লাগে। তারা বেশিক্ষণ পরিশ্রম করতে পারেন না।  

 

এবার আসা যাক আফ্রিকার সেই মানুষগুলোর গল্পে। পরীক্ষা করে দেখা গেছে, আফ্রিকার বেশ বড় একটা জনসংখ্যা Anemia এর বাহক। এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু, এর কারণ কি? সাধারণত, একটা জিনের পরিমাণ কোন জনগোষ্ঠীতে বৃদ্ধি পায় যদি সেই জিনটি কোন বিশেষ সুবিধা প্রদান করে থাকে। তাহলে কি Anemia বাহকদের এক কপি নষ্ট হয়ে যাওয়া জিন কোন বিশেষ সুবিধা দেয়?

 

উত্তর হচ্ছে্যাঁ Anemia এর নষ্ট জিনের কারণে সেই মানুষ গুলোর ্যালেরিয়া হবার সম্ভাবনা কমে যায়। শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীর দুটি জিনের একটি নষ্ট হয়ে গেলে একজন মানুষ Anemia এর বাহক হয় ঠিকই; কিন্তু, একই সাথে সে জিতে নেয় এক লটারি। তারা বেচেঁ যায় ্যালেরিয়ার মরণ ছোবল থেকে। আফ্রিকায় Anemia অপেক্ষা ্যালেরিয়া অনেক ভয়ানক একটি রোগ যার কারণে প্রতিবছর অসংখ্য মানুষ মারা যায়। সুতরাং, কম ক্ষতিকর Anemia বাহক হয়ে বেশি ক্ষতিকর ্যালেরিয়া প্রতিরোধ করা যায়। একটি রোগ আপনাকে বাচিঁয়ে দিলো অন্যটির ছোবল থেকে।

 

আফ্রিকায় কেন Anemia বাহকের সংখ্যা সর্বোচ্চ? কেন এর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে?

 

উত্তর দেয়া যায় ডারউইন সাহেবের Natural Selection এর থিওরী থেকে। যাদের এক কপি নষ্ট জিন আছে তাদের একধরণের Advantage থাকছে যে তারা ্যালেরিয়ার হাত থেকে বেচেঁ যায়। এখন ধরা যাক, আফ্রিকার একটি জায়গায় 100 জন মানুষ আছে যাদের মাত্র 20 জন Anemia এর বাহক। চিন্তা করে দেখুন, বাকি 80 জন Anemia এর বাহক না হওয়ায় তাদের ্যালেরিয়া হবে। কারণ, আফ্রিকায় মশার প্রকোপ প্রচন্ড। সেই 80 জনের ধরুণ 10 জন ্যালেরিয়ায় মারা গেল।

 

এখন চিন্তা করে দেখুন সেই জায়গায় কত জন মানুষ থাকবে? উত্তর হলো 90 জন যাদের মধ্যে 20 জন Anemia এর বাহক এবং 70 জন নরমাল (কিন্তু, ্যালেরিয়ার প্রতি সেনসিটিভ) দিন যত যাবে নরমাল মানুষ গুলোর ্যালেরিয়া হয়ে মৃত্যু ঘটবে; অন্যদিকে বেচেঁ যাওয়া Anemia বাহকেরা বংশবৃদ্ধি করে নিজেদের জিনের সংখ্যা বাড়াতে থাকবে। এভাবে চলতে থাকলে 1000 বছর পর হয়তো দেখা যাবে আফ্রিকার সেই অঞ্চলে সবাই Anemia এর বাহক হয়ে গেছে।  কোন নরমাল মানুষ নেই। কারণ, নরমাল মানুষ হলে সেখানে ্যালেরিয়া হয়ে মারা যায়।

 

বিশ্বাস করুণ, ডারউইন সাহেব কোনদিনই বলেন নাই মানুষ বানর থেকে এসেছে। যারা বিজ্ঞান লাইন পরে বুঝার চেষ্টা করে তারা সেই গুজবের স্রষ্টা। ডারউইন যেই Natural Selection এর কথা বলেছিলেন তা ্যাখ্যা করে দেয় কিভাবে বহু বছর ধরে পরিবেশের প্রেশারের কারণে একটি জনগোষ্ঠীতে জিনের পরিবর্তন আসে। যেমনটি এসেছে মশার প্রকোপে ভুগতে থাকা আফ্রিকান মানুষে। তারা সবাই ধীরে ধীরে Anemia এর জিন অর্জন করছে।

 

Sometimes you pet a dog to keep the wolf away.



Contact

Hi there! Please leave a message and I will try my best to reply.

© 2024 Shamir Montazid. All rights reserved.
Made with love Battery Low Interactive.