এপ্রিল ফুলে আমার যত বোকামি
Personal Life

এপ্রিল ফুলে আমার যত বোকামি

May 5, 2017   |    9409


সকাল বেলা বসে বসে হালকা ইউটিউবিং করছিলাম। হঠাৎ সাজেশনে একটা ভিডিও আসলো: Dual Boot your iPhone with Android

 

দেখে বেশ আগ্রহী হয়ে উঠলাম! আইফোনের ্যাপস্টোরে বাংলাদেশী ডেভেলপারদের গেম কমই আছে! Heroes of 71 খেলতে পারি নাই সে দু:খের কথা চিন্তা করে ভাবলাম ডুয়াল বুট করাই যায়।

 

একই সাথে iOS এবং Android দুই স্টোরেই হানা দেয়া যাবে। সাথে আইফোনের ফিচার তো আছেই। আহা!

 

আগ্রহ নিয়ে ভিডিওটা দেখলাম। বাহ! বেশ সহজ প্রক্রিয়া। একটা সাইটে গিয়ে খালি ডাউনলোড করলেই হবে।

 

যেই কথা সেই কাজ! চলে গেলাম দেয়া লিংকটিতে! ক্লিক করতেই শুরু হলো কোডের ফুলঝুড়ি। এক মিনিট পর লেখা আসলো: April Fool!

 

এইখানেই কিন্তু আমার বোকা হবার ্যারিয়ারের শুরু না। এই সিলসিলা বেশ লম্বা:

 

2014 সালের 1 এপ্রিল একটা পোস্ট দেখে রীতিমতো লাফ দিয়ে উঠলাম। USB supported external Graphics Card চলে এসেছে মার্কেটে! মাইগড!

 

্যাপটপের গ্রাফিক্স কার্ড নিয়ে অনেক দিন ধরেই সমস্যায় ছিলাম। সমাধান চোখের সামনে দেখা মাত্রই ক্লিক করলাম। লেখা আসলো: April Fool!

 

এইটাও কিছু না! বেস্ট ছিলো 2012 সালেরটা!

 

গুগল একটা নতুন সার্ভিস চালু করলো: Google Nose. এতোদিন আমরা ডিভাইস ্যবহার করে শুধু শোনা, বলা এবং দেখতে পেরেছি। তারা ঘোষণা দিলো এবার ঘ্রাণটাও পাওয়া যাবে!

 

আমি তো উত্তেজনায় লাফিয়ে উঠলাম! ফাইনাল্লি ্য সায়েন্স ইজ দেয়ার! উই ডিড ইট!

 

চলে গেলাম তাদের নোজ সার্চ ইঞ্জিনে। লিখলাম রোজ! বললো: Bring your head closer to the monitor. আমি মাথা মনিটরের কাছে নিলাম। একটা অদ্ভূত আওয়াজ হলো। কেমন জানি একটা অনুভূতি হলো বলে মনে হলো। নিজেকে আস্বস্ত করলাম জিনিসটা কাজ করে।

 

আম্মাকে পাশের রুম থেকে ডেকে আনলাম। সেও ্যাপারটা শুনে বেশ উৎসাহী হয়ে উঠলো। সেও মাথা মনিটরের কাছে নিলো। তারও মনে হলো কিছুটা গোলাপ গোলাপ সুবাস আসছে। দুইজনেই খুশিতে আত্মহারা।

 

পরের দিন ওই সাইটে যেয়ে দেখি লেখা: You have been made an April Fool.

 

আরে ভাই, আমি টেকনোলজি নিয়ে একটু বেশিই এক্সাইটেড! তাই বলে কি এগুলা করবা?



Contact

Hi there! Please leave a message and I will try my best to reply.

© 2024 Shamir Montazid. All rights reserved.
Made with love Battery Low Interactive.